ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসে আগুন দিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা সিয়াম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
বাসে আগুন দিয়ে পালানোর সময় হাতেনাতে ধরা সিয়াম আটক যুবক সিয়াম

ঢাকা: রাজধানীর কাফরুলের তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। আটক যুবকের নাম সিয়াম (১৮)।

শনিবার (১৮ নভেম্বর) রাতে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় উপস্থিত জনতা সিয়াম নামের একজন যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর তাকে পুলিশের কাছে দেয়।

আটক যুবকের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে ওসি বলেন, থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। আর পালিয়ে যাওয়া অপর যুবককে খোঁজা হচ্ছে।

এর আগে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।  

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছায়। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।