ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রমনায় ৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
রমনায় ৪৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর রমনা মডেল থানা এলাকা থেকে ৪৫ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

শনিবার (২৫ নভেম্বর) রাতে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওমর ফারুক, মো. ফিরোজ হাওলাদার ও মো. সুমন।

হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ নভেম্বর) শিল্পকলা একাডেমির ২ নম্বর গেটের সামনের সড়ক থেকে ৪৫ কেজি গাঁজাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।

তাদের নামে রমনা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩ 
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।