ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের তিন দিনের সফর স্থগিত করা হয়েছে।  

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২০ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতির সাজেক সফর অনিবার্য কারণে স্থগিত করা হলো।

এর আগে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নিরাপত্তার স্বার্থে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকের সব কটেজ, রিসোর্ট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সাজেক কটেজ-রিসোর্ট মালিক সমিতি।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।