ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জেঁকে বসেছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
জেঁকে বসেছে শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। এক সপ্তাহের ব্যবধানে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে এ জেলায়।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। যা এ জেলায় এই মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা।  

এর আগে গত শুক্রবার (৮ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) থেকে ঘনকুয়াশা না থাকলেও উত্তরের হিম বাতাসে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। তীব্র শীতের কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গার আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, চুয়াডাঙ্গায় ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করেছে। সামনের দিনগুলোতে জেলার শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে এখন ২/১ দিন তাপমাত্রা কম থেকে আবার কিছুটা বাড়বে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।