ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ দুইজন নিহত

মাগুরা: ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরণ কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও একই উপজেলার টিওরদা গ্রামের আবসার শেখের ছেলে নাজমুল হোসেন।

স্থানীয়রা জানায়, গোপালপুর থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে হাট গোপালপুর কলেজের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে ঢাকাগামী সবজি বোঝায় একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তারা মারা যান।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, বিকেলে হাট গোপালপুর থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজন এসেছিলেন। আমরা তাদের ভর্তি করে চিকিৎসা দিয়েছি। সন্ধ্যায় পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।