ঢাকা, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১, ০৪ অক্টোবর ২০২৪, ০০ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সাজেকে সড়ক দুর্ঘটনায় বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
সাজেকে সড়ক দুর্ঘটনায় বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক নিহত আব্দুল মতিন

খাগড়াছড়ি: সাজেক-খাগড়াছড়ি সড়কের ৮ মাইল এলাকায় চাঁদের গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক আব্দুল মতিন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার পরিবারের আরও পাঁচজন।

 

রোববার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের মধ্যে দেড় বছর বয়সী এক শিশুও রয়েছে। তারা সবাই চিকিৎসা শেষে চট্টগ্রাম থেকে ফিরছিলেন।  

জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে দিঘিনালা সড়কের ৮ মাইল এলাকায় খাগড়াছড়ি ট্যুরিস্টবাহী চাঁদের গাড়ির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাজেকের বিসমিল্লাহ রেস্টুরেন্টের মালিক আব্দুল মতিন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।