ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

লিফলেট বিতরণকালে বিএনপির ৪ নেতাকর্মী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
লিফলেট বিতরণকালে বিএনপির ৪ নেতাকর্মী আটক

সিলেট: সিলেটে ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত মিছিল বের করে লিফলেট বিতরণকালে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে মহানগরের আম্বরখানা জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন - জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবর। অপর একজনের নাম জানা যায়নি।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, বিএনপি নেতারা রাস্তা দখল করে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। এ কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়। তাদের সরে যেতে বললেও না শোনায় ধাওয়া করে চারজনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জুমার নামাজের পর বেলা সোয়া ২টার দিকে আম্বরখানা মসজিদের সামনে থেকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও মিছিল শুরু করে বিএনপি।

এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তারা রাস্তা অবরোধ করে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে পুলিশ ধাওয়া করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করার সময় ৪ জনকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৪
এনইউ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।