ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে দুই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নাটোরে দুই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের ধাক্কায় মো. শাহীন হোসেন (২৮) নামে এক চালক ও মো. জসিম (২৬) নামে হেলপার নিহত হয়েছেন।  

শনিবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চালক শাহীন হোসেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইগ্রাম ও মো. জসিম একই উপজেলার অচিন্তপুর গ্রামের বাসিন্দা।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম মাসুদ এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সকালে রাজশাহী থেকে বালু ভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। পথে নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকায় গিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঝিনাইদহগামী ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক ও হেলপার মারা যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।