ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে আবারও একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
ঢামেকে আবারও একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আবারও পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন এক নারী। এর মধ্যে একজন মারা গেছে।

সোমবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী পাঁচটি সন্তান জন্ম দিয়েছেন। এদের এর মধ্যে একজন মারা গেছেন। বাকি চার নবজাতককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে গত অক্টবরে আরও এক নারী পাঁচ সন্তান জন্ম দিয়েছিল।  ১২ অক্টোবর সকালে নরমাল ডেলিভারিতে একে একে পাঁচটি সন্তান পৃথিবীর মুখ দেখে।

লেবার ওয়ার্ডের ডিউটিরত চিকিৎসক ড. মাশরিমা মোর্শেদ মিশি জানিয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়া পাঁচ নবজাতকের মধ্যে একটি ছেলে ও চারটি মেয়ে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।