ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী দুই কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) ও কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম আলী (১৯)। নিহতরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার কালুশাহ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নাগরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোটরসাইকেলে করে যাচ্ছিল দুই কলেজ শিক্ষার্থী। পথে শেখ হাসিনা সেতুর ওপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার এবং ট্রাক জব্দ করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।