ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে এক ব্যক্তি নিহত

বরিশাল: বন্ধুর বাবার জানাজায় যাওয়ার পথে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজমাথা এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাজমুল কবির (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন।  

বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার রাজমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুরা বটতলা এলাকার মোখলেচুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গৌরনদী উপজেলায় নাজমুলের এক বন্ধুর বাবা ইন্তেকাল করেছেন এমন খবর পেয়ে জানাজায় অংশ নিতে তিনি ভোরে মোটরসাইকেলযোগে রওয়ানা হন। ভোরে কুয়াশা থাকায় রাজমাথা এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নাজমুল। পরে দ্রুত তাকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরিশালের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, দুর্ঘটনার পর বরিশাল নগরীর নথুল্লাবাদগামী ফরহাদ পরিবহন নামে অভ্যন্তরীণ রুটের একটি বাস আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগীরা পালিয়েছেন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ দেয়নি নিহত নাজমুলের পরিবার। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।