ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৬ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ২৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
গোপালগঞ্জে ৬ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ২৩ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা সদর উপজেলার কেকানিয়া ও চরপুকুরিয়া গ্রামে ইটভাটায় অভিযান চালিয়ে অনুমোদহীন অবৈধ ছয়টি ভাটা মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এ অভিযানের নেতৃত্ব দেন।

গুঁড়িয়ে দেওয়া ভাটাগুলো হলো- কেকানিয়া গ্রামের মেসার্স আর আর বি ব্রিকস, মেসার্স এস কে বি ব্রিকস, মেসার্স লাল পরি ব্রিকস, চরপুকুরিয়া গ্রামের মেসার্স মেঘনা ব্রিকস, মেসার্স স্টার ব্রিকস ও মেসার্স পাভেল ব্রিকস।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক রন্টি পোদ্দার জানান, যে ইট ভাটাগুলোকে জরিমানা করা হয়েছে, সেগুলোর কোনো অনুমোদন ছিল না। বিনা অনুমোতিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল ভাটাগুলোর মালিকরা। এদের একাধিকবার নোটিশ করা হলেও তারা বৈধভাবে ব্যবসা না করায় অভিযান চালিয়ে ছয়টি ইট ভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ছয় মালিককে ২৩ লাখ টাকা জরিমানা করে আদায় করাও হয়।  

গোপালগঞ্জ জেলা প্রশাসন, ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।  

অভিযানকালে পুলিশ, ব্যাটেলিয়ন আনসার এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।