ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকে বেঁধে যাওয়া ডিস লাইনের তার সরানোই কাল হলো সন্ন্যাসীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
ট্রাকে বেঁধে যাওয়া ডিস লাইনের তার সরানোই কাল হলো সন্ন্যাসীর প্রতীকী ছবি

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে ধানের বিচালি (ধানের খড়) বোঝাই ট্রাকের ওপর উঠে বেঁধে যাওয়া ডিস লাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে সন্ন্যাসী দাস (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাতড়াখোলা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সন্ন্যাসী দাস শ্যামনগর পৌরসভার গোপালপুর এলাকার কেসব দাসের ছেলে।

জানা গেছে, বিকেলে রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা এলাকা থেকে বিচালি (ধানের খড়) কিনে ট্রাকে করে যশোরে নি‌য়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। প‌থে ট্রাকে আটকে যাওয়া একটি ডিস লাইনের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

একই ট্রাকে থাকা শ্রমিক বাচ্চু কুমার মণ্ডল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে ছিটকে পড়‌লে তাৎক্ষণিক তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখা‌নে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হুদা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।