ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, চলে গেল শিশু ফাহিমও

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, চলে গেল শিশু ফাহিমও

মৌলভীবাজার: মৌলভীবাজার সদরের কনকপুরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দু'জনের মৃত্যুর পর গুরুতর আহত শিশু ফাহিম (১২) মারা গেছে।  

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলের দিকে শিশু ফাহিম চিকিৎসাধীন অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন।

এ নিয়ে এ দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে পুলিশ।

নিহত শিশু ফাহিম মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাম্মনগ্রাম এলাকার মধু মিয়ার ছেলে। তার মায়ের নাম মেঘনা বেগম।

এর আগে ঘটনাস্থলে নিহত হন, শেরপুর সিএনজি সমিতির সভাপতি আবাস মিয়া (৭০) ও প্রতিবন্ধী মধু মিয়া (৬৫) দু'জনের বাড়ি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাম্মণগ্রাম গ্রামে।

জানা গেছে, আহতদের মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে ও গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া  হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৌলভীবাজার সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তিকৃত আহত ৬ জনের অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে রেফার্ড করা হয়েছে।

আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা জানা না গেলেও শুক্রবার বিকেলে তাদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সুমি বেগম (বিদেশ যাত্রী) পিতা- মধু মিয়া, ২), মেঘনা বেগম (৪২), মিম আক্তার (১৮), পিতা- আল মামুন, সুমা (৮) ও ফাইজা (৩) নামের ৩ বছর বয়সী এক শিশু। আহতরা সবাই সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সবার বাড়ি খলিলপুর ইউনিয়নের ব্রাম্মনগ্রাম গ্রামে।  

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি তবে বাস-সিএনজি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৪
বিবিবি/জেএইচ   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।