ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মেহেন্দিগঞ্জের শিশু সংগঠন শিশু স্বপ্নের উদ্যোগে রোববার (২১ জানুয়ারি) বেলা ১১টায় পাতারহাট মাছ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিশু স্বপ্নের সভাপতি চিত্রশিল্পী মো. সাইফুল্লাহ নবীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাজারের ইজারাদার মো. কালাম, তরকারি ব্যবসায়ী মো. সুমন, পান বিক্রেতা মো. কিশোর, কাঞ্চন ও মাংস বিক্রেতা মো. মঞ্জু।  

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।  

তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।