নাটোর: নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় পরিবেশ শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন রাখা আছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আজ দুপুরে বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া স্কুল মাঠে কয়েনগ্রাম ও ধানাইদহ গ্রামের মধ্যে ভলিবল খেলা চলছিল। এসময় পাশের ডোবায় পড়ে যাওয়া বল উঠানো নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। এসময় নাটোর-পাবনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের যাতে কোনো প্রকার আইন-শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেজন্য ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
আরএ