ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কুয়াশায় আচ্ছন্ন চারপাশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
পঞ্চগড়ে ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কুয়াশায় আচ্ছন্ন চারপাশ!

পঞ্চগড়: পঞ্চগড়ে গত এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রার পারদ অনেক কমে এসেছে। ঘন কুয়াশার সঙ্গে কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন জেলার সর্বসাধারণ, তবে সব থেকে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।

 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সকাল ৬টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা পড়ে থাকতে দেখা গেছে জেলার চারপাশ।  

ঘন কুয়াশার মাঝে সকাল সাড়ে ৮টা নাগাদ সূর্য উঁকি দিলেও ঘন কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ। এতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়গুলোতে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে।

স্থানীয়রা বলছে, শীতের তীব্রতায় থমকে গেছে তাদের জীবনযাত্রা। তবে সব থেকে বেশি দুর্ভোগে পড়ছেন রাতে ও সকালে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, পাহাড়ি হিম বাতাসের কারণে বেড়েছে শীতের তীব্রতা। রাত ও সকালে তাপমাত্রা অনেকটাই কমে এলেও দিনের বেলা কিছুটা বাড়ছে তাপমাত্রা।  

তবে আগামীতে তাপমাত্রা আরও কমবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।