ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
নাটোরে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলস ও আরপি পরিবহন নামে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪০) এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন যাত্রী।

 

সোমবার (২২ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার সময় উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার রাতে ঢাকা থেকে ন্যাশনাল পরিবহনের যাত্রীবাহী একটি বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের সুতিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা ব্রাহ্মণবাড়িয়াগামী আরপি পরিবহনের বাসটিকে অতিক্রম করার সময় দুই বাসের সংঘর্ষ হয়। এতে অজ্ঞাত পরিচয় এক যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং আহত হন তিনজন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় এবং আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।