ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কারাবন্দিকে গাঁজা দিতে এসে ধরা তার ‘খালা’

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
কারাবন্দিকে গাঁজা দিতে এসে ধরা তার ‘খালা’

ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) খালা পরিচয়ে এক বন্দির সঙ্গে দেখা করতে গিয়ে সাক্ষাৎকার কক্ষে প্রবেশের সময় এক নারী দর্শনার্থীকে তল্লাশি করে গাঁজা পেয়েছেন কারারক্ষীরা।  

এ ঘটনায় ওই নারীকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

গাঁজা নিয়ে কারাবন্দির সঙ্গে সাক্ষাৎ করতে আসা ওই নারীর নাম তাসলিমা বেগম। নিজেকে আল আমিন লিটন নামে ওই বন্দির খালা পরিচয় দিয়েছিলেন তিনি।

রোববার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার সুভাষ কুমার ঘোষ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারাগারে হাজতি বন্দি মো. আল আমিন লিটনের খালা পরিচয়ে সাক্ষাৎ করতে আসেন তসলিমা বেগম নামের ওই নারী। সাক্ষাৎকক্ষে প্রবেশকালে গেটে তল্লাশি কাজে নিয়োজিত কারারক্ষী মেট্রোন রোজি খাতুনসহ অন্যান্য নারী কারারক্ষীরা তার দেহ তল্লাশি করে আনুমানিক ১১০ (একশত দশ) গ্রাম গাঁজা পায়।

পরে নিয়ম অনুযায়ী উপস্থিত সবার সামনে সেই গাঁজা পুড়িয়ে ফেলা হয়।

কারাগারের সিনিয়র সুপার আরও জানান, সাক্ষাৎকক্ষে ওই নারীর কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনায় কারাগারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ০৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।