ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবারও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
আবারও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক (টুকু)।

মঙ্গলবার (জানুয়ারি ৩০) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তাকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

এ দিন বিকেল তিনটায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচন করা হয়। এরপর ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়।

ডেপুটি স্পিকার নির্বাচনের সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ডেপুটি স্পিকার হিসেবে শামসুল হক টুকুর নাম প্রস্তাব করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম। সমর্থন করেন পাবনা-৩ এর সংসদ সদস্য মকবুল হোসেন।

ডেপুটি স্পিকার হিসেবে শুধু শামসুল হক টুকুর নাম প্রস্তাব আসে। আর কোনো নাম না থাকার পরেও কার্যপ্রণালী বিধি অনুযায়ী প্রস্তাবটি ভোটে দেওয়া হয় এবং সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাস হয়।

২০২২ সালের ২৮ আগস্ট শামসুল হক টুকু প্রথম জাতীয় সংসদের স্পিকার হন। সে সময় একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ডেপুটি স্পিকারের পদটি শূন্য হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসকে/এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।