ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বিলে মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪
গোবিন্দগঞ্জে বিলে মিলল মরদেহ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৭) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রামে ডাঙ্গার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয় নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার  (উপপরিদর্শক) এসআই প্রলয় বর্মা জানান, সকালে ডাঙ্গার বিলে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরেও জানান, মরদেহের মুখে দাঁড়ি, গায়ে লাল-নীল রঙের জ্যাকেট থাকলেও নিচের দিকে কোনো পোশাক ছিল না। তার পরিচয় শনাক্তের চেষ্টাসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।