ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাজেকে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সাজেকে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত দলের দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।  

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আশিষ চাকমা (৩৫) ও দীপায়ন চাকমা (৪০)।

আশিষ চাকমা উপজেলার রূপকারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোরঘোনা গ্রামের মৃত শান্তি কুমার চাকমার ছেলে। আর দীপায়ন চাকমা সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডেও এগুজ্জ্যাছড়ি গ্রামের মৃত অনিল বরণ চাকমার ছেলে।

গুলিতে দুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ।

জানা গেছে, রোববার দুপুর দুইটার দিকে সাজেকের মাচালং পাড়ায় মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতারি গুলি করলে ঘটনাস্থলে ইউপিডিএফের দুজন নিহত হন। ঘটনার পরপর আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংগঠনটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ত্রিদীপ চাকমা। তিনি বলেন, সাজেকে পিসিজেএসএসর সাংগঠনিক কার্যক্রম নেই।

সাজেকে রাষ্ট্রপতির নির্ধারিত সফরের ছয় দিন আগে এ ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।