ঢাকা: গাজীপুরের টঙ্গী রেলস্টেশন এলাকায় আনোয়ার হোসেন মিলন (২৯) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে এক মুসল্লির কাছ থেকে মোবাইল ছিনতাই করার সময় তাকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা।
রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, তুরাগতীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে দুপুরের দিকে মেহেদী হাসান সাহেদ নামে এক যুবক বাসায় ফিরছিলেন। তখন টঙ্গী রেলওয়ে স্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এ সময় রেলওয়ে থানা পুলিশ আনোয়ার হোসেন মিলন নামে ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
তিনি পেশাদার ছিনতাইকারী। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালসহ বিভিন্ন স্পটে তিনি ছিনতাইয়ে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান বলে জানান এসপি আনোয়ার হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এজেডএস/এইচএ/