ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থানায় ঢুকে ওসিকে পিটিয়ে রক্তাক্ত করলেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
থানায় ঢুকে ওসিকে পিটিয়ে রক্তাক্ত করলেন যুবক

রাজবাড়ী: রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধানকে তার অফিস কক্ষে গিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন এক যুবক।

রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তিন যুবককে আটক করে পুলিশ।

আহত ওসি ইফতেখারুল আলম প্রধান বলেন, রোববার বিকেলে শফিকুল ইসলাম নামে এক যুবক থানা প্রাঙ্গণে এলোমেলোভাবে ঘোরাফেরা করছিলেন। ওই সময় পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার অফিস কক্ষে নিয়ে আসেন। তখন ওই যুবকের দেহ তল্লাশি করে বৈদ্যুতিক শক দেওয়ার একটি মেশিন পাওয়া যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ওই মেশিন দিয়ে আমার ওপর আক্রমণ চালান। এতে আমার মুখের খানিকটা অংশ রক্তাক্ত হয়েছে। পরে শফিকুল ও তার সহযোগী আক্কাসসহ তিনজনকে আটক করা হয়।

আটক তিনজনের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি, যোগ করেন ওসি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।