ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। শিশু নিহতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধরা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ও দুপুরে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নীমগাছি গ্রামের মো. রুহুল আমীনের স্ত্রী মোসা. খাইরুন নেসা (৬০) ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কালিনগর গ্রামের মো. কাউসার আলীর ছেলে মো. রাফি (৯)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জোড়গাছি নতুনপাড়া এলাকায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক পথচারী খাইরুন নেসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।

অপরদিকে, বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ আঞ্চলিক সড়কের শিবতলা এলাকায় পুলিশ সার্জেন্ট মো. মতিউর রহমান একটি মোটরসাইকেল জোরপূর্বক থামাতে গেলে পেছনে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশায় মায়ের সঙ্গে থাকা শিশু রাফি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাফিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এদিকে শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে করে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা শতাধিক পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। পরে পুলিশের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ