ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর পুলিশ লাইনে স্মৃতিস্তম্ভ ‘সদাজাগ্রত’ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
সৈয়দপুর পুলিশ লাইনে স্মৃতিস্তম্ভ ‘সদাজাগ্রত’ উদ্বোধন

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনে স্থাপন করা হয়েছে পুলিশ মেমোরিয়াল মন্যুমেন্ট ‘সদাজাগ্রত’।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন।

সকালে সদাজাগ্রত স্তম্ভে ফুল দিয়ে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এসময় এক বক্তব্যে পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে পুলিশ অগ্রসৈনিকের ভূমিকা পালন করে। এজন্য বারবার পুলিশ সদস্যদের দেশের জন্য জীবন উৎসর্গ করতে হয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও পুলিশ বাহিনীর রয়েছে অসামান্য অবদান। ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়েছিল পুলিশ।

পুলিশ মেমোরিয়াল মন্যুমেন্টটি শহীদ পুলিশ সদস্যের স্মৃতি ধারণ করবে। ১ মার্চ পুলিশ মেমোরিয়াল ডে। এর আগে আমরা সৈয়দপুর রেলওয়ে পুলিশ লাইনে স্মৃতিস্তম্ভটি স্থাপন করলাম, বলেন পুলিশ সুপার।

স্মৃতিস্তম্ভটি স্থাপনকালে উপস্থিত ছিলেন সৈয়দপুরে রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ মমতাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার, পরিদর্শন রিজার্ভ পুলিশ (সদর) খবির উদ্দিন, সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম, পরিদর্শক (ডিবি) আবু সাইদ আকন্দ, রিজার্ভ পরিদর্শক হেলাল উদ্দিন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।