মেহেরপুর: মেহেরপুরে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (০১ মার্চ) রাতে মেহেরপুর শহরের খাঁপাড়া ও সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শহরের ৪ নম্বর ওয়ার্ড খাঁ পাড়ায় এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির ছাদের রান্নাঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে প্রায় ৩৫ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। রান্না করার পর চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানান তিনি।
এদিকে একই দিন বিকেলে সদর উপজেলা কুলবাড়িয়া গ্রামের রেজাউল হকের তামাক ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ হাজার টাকার তামাক পুড়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২৪
এসএম