ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে শ্রমিক অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
রাঙামাটিতে শ্রমিক অপহরণ

রাঙামাটি: রাঙামাটিতে অস্ত্রের মুখে টিটু নামে এক নির্মাণ শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (০২মার্চ) দিনগত রাতে জেলা শহরের কলেজ গেট এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

অপহরণের শিকার টিটু পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের রেস্ট হাউস নির্মাণ কাজের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।  

সরকারি এ প্রতিষ্ঠানটির উন্নয়ন কাজের বাস্তবায়নকারী ঠিকাদার মোহাম্মদ সেলিম উল্লাহ অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, আমরা ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।