ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে নির্মাণাধীন ব্রিজে ধাক্কা খেয়ে বাইক খালে, ২ বন্ধুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আশাশুনিতে নির্মাণাধীন ব্রিজে ধাক্কা খেয়ে বাইক খালে, ২ বন্ধুর মৃত্যু 

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন ব্রিজে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাদের সঙ্গে থাকা আরেক বন্ধু।

বুধবার (৬ মার্চ) ভোরে আশাশুনি উপজেলার কাঁদাকাটির ধাপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)।  

আহত তরুণের নাম কর্নেল ঘোষ (১৮)। তিনি একই এলাকার তারক ঘোষের ছেলে।

দরগাহপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, ভোরে তালার জেঠুয়া এলাকা থেকে বাড়ি ফেরার পথে নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলসহ (বাইক) তিন বন্ধু ধাপুয়া খালের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আর অপরজন আহত হন।

তিনি বলেন, ব্রিজটির কাজ তিন বছরেও শেষ করেননি ঠিকাদার। এজন্য প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটছে।

আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
এসআই
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।