ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
বরিশালে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

বরিশাল: বরিশালের বাবুগঞ্জে থ্রি-হুইলার (মাহেন্দ্র) নিয়ন্ত্রণ হারিয়ে ছায়েদুর রহমান (৭৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে থ্রি-হুইলার চালকসহ ছয়জন।

আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছায়েদুর মাদারীপুরের কালকিনির দক্ষিণ রামারপোল এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বাবুগঞ্জ স্টেশনের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, পিরোজপুরের ছারছীনা দরবরা শরীফের তিন দিনব্যাপি মাহফিলের আখেরি মোনাজাত বুধবার জোহর নামাজের পর। এই মাহফিলে অংশ নিতে মুসল্লিরা গৌরনদী থেকে থ্রি-হুইলারে রওনা দেয়। বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট এলাকায় পৌঁছলে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পিলারের ওপর আছরে পড়ে। এতে থ্রি-হুইলারের চালকসহ সবাই কমবেশি আহত হয়। এদের মধ্যে পাঁচজনকে স্থানীয়রা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে এবং তিনজনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর মধ্যে ছায়েদুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টিম লিডার জাহিদুল ইসলাম আরও জানান, মরদেহ উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ইউসুফের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসআই আবু ইউসুফ বলেন, আহত অবস্থায় আনা তিনজনের মধ্যে একজন মারা গেছে। আরেকজনের অবস্থা গুরুত হওয়ায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। স্থানীয়দের মাধ্যমে শুনেছেন, মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পিলারের ওপর পড়েছে। এতে একজন নিহত ও ৭/৮ জন আহত হয়েছে।

 বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ  ১৩, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।