ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশকে কামড়ে দিলো মাদক ব্যবসায়ী!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
পুলিশকে কামড়ে দিলো মাদক ব্যবসায়ী!

রাঙামাটি: রাঙামাটির দুর্গম জনপদ খ্যাত বাঘাইছড়ি উপজেলায় অভিযানের সময় এক পুলিশ সদস্যকে কামড়ে দিয়েছেন ভুবনঞ্জয় চাকমা (৪২) নামে এক মাদক ব্যবসায়ী। পুলিশ অভিযান চালিয়ে তাকেই আটক করতে গিয়েছিল।

বুধবার (১৩মার্চ) বিকেলে উপজেলার রূপকারী ইউনিয়নের মারিশ্যাছড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বুধবার বিকেলের দিকে ভুবনঞ্জয় চাকমা উপজেলার মারিশ্যাছড়া ব্রিজ এলাকায় প্রকাশ্যে মাদক সেবনকারীদের কাছে গাঁজা বিক্রি করছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ সদস্যরা। তারা ভুবনঞ্জয়কে আটক করতে গেলে তিনি এক পুলিশ সদস্যকে কামড় দেন। এ ঘটনায় ওই সদস্য আহত হন।

পরে ভুবনঞ্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। আটক ভুবনঞ্জয় চাকমা রূপকারি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঝগড়াবিল এলাকার বাসিন্দা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।