ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা

বরিশাল: বরিশালের গৌরনদীর টরকী বন্দরের চারটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।



অভিযানে সরকার মেডিকেল হলকে ১০ হাজার, শুভ মেডিকেলকে পাঁচ হাজার, জীবন মেডিকেলকে পাঁচ হাজার ও আনোয়ারা মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকার। এ সময় সহকারী পরিচালক ইন্দ্রানী দাস, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শংকর কুমার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।