মেহেরপুর: ১২টি মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি শেখ লুৎফর রহমান জুয়েলকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৯ মার্চ) ভোরের দিকে র্যাব-১২ এর সিপিস-৩ মেহেরপুর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জুয়েল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার মো. আব্দুল ওহাবের ছেলে।
র্যাব-১২ এর সিপিস-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জুয়েল সাতক্ষীরার কালীগঞ্জ থানার সিআর-২২৮/১৯, সিআর-৩৩৭/১৯, সিআর-৭০/১, সিআর-১৯৭/১৯, সিআর-৫৫/১৯, সিআর-৩১৫/১৯, সিআর-৩৪২/১৯, সিআর-৩৩৬/১,সিআর-৩২৩/১৯, সিআর-৪২৪/১৯, সিআর-৩২০/১৯, সিআর-৩৪১/১৯ নম্বর মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেপ্তার আসামি জুয়েলকে পরবর্তী সময়ে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছ।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এসআরএস