ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে থেমে থেমে বৃষ্টি, মুকুলের ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
নীলফামারীতে থেমে থেমে বৃষ্টি, মুকুলের ক্ষতি বৃষ্টিতে ঝরে পড়ছে আম, লিচুর মুকুল

নীলফামারী: নীলফামারীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ঝরে পড়ছে আম ও লিচুর মুকুল।

বুধবার (২০ মার্চ) সকাল থেকে কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।  

দেখা গেছে, বৃষ্টিপাতে রাস্তাঘাটের ধুলাবালি কমলেও ঝরে পড়েছে আম, লিচুর মুকুল। হঠাৎ এই থেমে থেমে বৃষ্টিপাতে জনজীবন থমকে গেছে। কাজে যেতে পারেনি অনেক কর্মজীবীরা। স্কুলে যেতে পারেনি অনেক শিক্ষার্থীরা। বৃষ্টির কারণে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদরে প্রকৃতি শীতলভাব অনুভূত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।