ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধানের চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
ধানের চাতালে বয়লার বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলার একটি চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর উপজেলার কাশিপুর গ্রামে জাহাঙ্গীরের ধানের চাতালে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন কাশিপুর গ্রামের আব্দুর রাজ্জারের ছেলে চালকলটির মালিক জাহাঙ্গীর আলম (৩৭) ও চাতালের শ্রমিক গোপাল নগর গ্রামের পাখি খাতুনের ছেলে তারেক হোসেন (৫)।

ফরিদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কাশিপুর গ্রামের জাহাঙ্গীরের ধানের চাতালে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণ হয়।
এসময় শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন চাতালের মালিক জাহাঙ্গীর আলম। মায়ের সঙ্গে চাতালে আসা তারেক হোসেনের গায়ে বিস্ফোরিত বয়লারের টুকরা পড়লে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় শিশুটিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে আমি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ২১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।