ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
রাঙামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে ফুফা গ্রেপ্তার

রাঙামাটি: রাঙামাটিতে চার বছরের একটি শিশু ধর্ষণের অভিযোগে ফুফা ইউসুফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

পরে রাঙামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক কাউছার পারভীন অভিযুক্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওই শিশুর সম্পর্কে আপন ফুফা হন। তিনি বৈবাহিক সূত্রে শিশুটির বাড়িতেই ঘর জামাই হিসেবে বসবাস করে আসছেন।

এজাহারে মামলার বাদী ও শিশুর মা উল্লেখ করেন, ননদের স্বামী ইউছুফ হাওলাদার ২১ মার্চ সকালে তার চার বছরের শিশুকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ওইদিন দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালে শিশুকে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে, তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।