ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভেজাল খাদ্যপণ্য সরবরাহ, বিরামপুরে ২ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ভেজাল খাদ্যপণ্য সরবরাহ, বিরামপুরে ২ জনের কারাদণ্ড

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুরে নকল জুস, চকলেট ও পাউডার জুস সরবরাহ করার দায়ে দুই ব্যবসায়ীকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (২৮ র্মাচ) দুপুরে বিরামপুর পৌর শহরের ঢাকামোড় নাবিল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- লিটন ইসলাম (২৬)  উপজেলার দিওড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামের মশিউর রহমানের ছেলে ও একই এলাকার সুরেন্দ্রনাথ মণ্ডলের ছেলে গৌতম কুমার (২৫)।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন জানান, দীর্ঘদিন থেকে ঢাকা থেকে নকল বোতলজাত জুস চকলেট ও পাউডার জুস বিক্রি করে আসছিলেন লিটন ও গৌতম। এমন গোপন তথ্য পেয়ে পৌরশহরের ঢাকা মোড়ে নাবিল কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় চার হাজার ১৫০টি বোতলজাত নকল জুস, দুই কার্টন পাউডার জুস ও দুই কার্টন চকলেট। এ ঘটনায় আটক দুজনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ নকল খাদ্যপণ্যগুলো বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।