ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অব্যাহত চুরি: হবিগঞ্জে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
অব্যাহত চুরি: হবিগঞ্জে সড়ক অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

হবিগঞ্জ: অব্যাহতভাবে চুরির প্রতিবাদে হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সচেতন নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা।

শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত জেলা সদরের প্রধান সড়ক টাউন হল এলাকায় অবরোধ করে রাখা হয়।

এ সময় সড়কে গাছসহ মালামাল ফেলে রেখে তারা বসে থাকেন।  

আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে হবিগঞ্জ শহরে অব্যাহতভাবে চুরির ঘটনা ঘটছে। যে কারণে অনেক ব্যবসায়ীর পথে বসতে হয়েছে।  

তারা বলেন, এক মাসের ব্যবধানে টাউন হল রোডে পাভেল খান চৌধুরীর নামে একজনের ‘গেজেট হবিগঞ্জ’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে তিনবার চুরি হয়। তিনবারে শতাধিক মোবাইলফোন খোয়া গেছে। এছাড়া সম্প্রতি মর্তুজা ইমতিয়াজ নামে আরেকজনের সিটি টেলিকমসহ আরও কয়েকটি দোকানে চুরি হয়েছে।  

আন্দোলনে অংশ নেওয়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী বলেন, হবিগঞ্জ শহরে গেল এক মাসে অন্তত ৫০টি দোকানে চুরি হয়েছে। অথচ পুলিশ এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি চুরি যাওয়া মালামালও।  

এজন্য হবিগঞ্জ শহরের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। চুরি রোধে পুলিশের তৎপরতা বাড়ানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিক্ষোভ সমাবেশে খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। আন্দোলনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।  

আন্দোলন চলাকালে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।