ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় আত্মহত্যা করলেন মা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় আত্মহত্যা করলেন মা  প্রতীকী ছবি

নীলফামারী: প্রেমিকের সঙ্গে মেয়ে পালিয়ে যাওয়ায় অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন মা মিনা রাণী (৪২)।  

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের ক্যামেরার বাজার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মিনা একই এলাকার ভুবন চন্দ্র রায়ের স্ত্রী।

স্বজন ও এলাকাবাসী জানান, গত সোমবার (১ এপ্রিল) মিনা রাণীর ছোট মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়। এতে এলাকাজুড়ে সমালোচনা শুরু হয়। স্বজনদের অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার উদ্দেশে বিষপান করেন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ধরনী ক্লান্ত রায় বলেন, মেয়ে পালিয়ে যাওয়ায় তিনি বিষপানে আত্মহত্যা করেছেন।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।