সাতক্ষীরা: কোমরে বিশেষভাবে লুকিয়ে ভারতে পাচারকালে নয়টি স্বর্ণের বারসহ আমজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩ এপ্রিল) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদরাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আমজাদ হোসেন খোকন কালিয়ানী গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী বিওপির সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল বৈকারী সীমান্তের কালিয়ানী মাদরাসা মোড় এলাকায় অবস্থান নেয়। এ সময় আমজাদ হোসেন খোকন মোটরসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে লুঙ্গির ভাজে বিশেষভাবে লুকিয়ে রাখা নয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ০১ কেজি ৪৪ গ্রাম এবং মূল্য ১ কোটি ২ লাখ ১০ হাজার ৩২০ টাকা।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৪
আরএ