ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তিন বন্ধুর

সিলেট: সিলেটের জকিগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (১৩ এপ্রিল) রাত ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।

স্থানীয়রা জানান, ঈদের পরদিন শুক্রবার রাত ১২টার দিকে আদিল, জাকারিয়া ও মিলন একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পথে সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগে এলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আদিল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। মিললের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়।
 
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, মরদেহগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের দুই যাত্রী আহত হয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।