ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বৈশাখের খরতাপে অস্থির জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
রাঙামাটিতে বৈশাখের খরতাপে অস্থির জনজীবন

রাঙামাটি: গত তিনদিন ধরে রাঙামাটিতে তীব্র তাপদাহ শুরু হয়েছে। গরমের কারণে অস্থির হয়ে পড়ছে জনজীবন।

বেলা যত গড়াতে থাকে তাপমাত্রা যেন তত বাড়তে থাকে।  

বৃহস্পতি, শুক্র ও শনিবার রাঙামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল।  

রোববার (১৪ এপ্রিল) জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র তাপদাহের কারণে খেটে খাওয়া মানুষেরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছে না। যে কারণে তারা পড়েছে চরম বিপাকে। গরমে শহরে যানবাহন চলাচলও কম দেখা গেছে।  

এদিকে ঈদ এবং পহেলা বৈশাখের টানা ছুটিতে বেড়াতে আসা পর্যটকদের তীব্র গরমের কারণে ত্রাহি দশা। দিনের বেলায় পর্যটন স্পটগুলোতে ভিড় নেই বললেই চলে। গরম থেকে বাঁচতে আগত পর্যটকরা দিনের বেশিরভাগ সময়ে হোটেল-মোটেলগুলোতে অবস্থান করছে। তবে তাপমাত্রা কমে গেলে বিকেলের দিকে তারা পর্যটন স্পটগুলোতে ছুটে যাচ্ছে।

রাঙামাটি আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলের মতো রাঙামাটিতে আরও কয়েকদিন তাপদাহ অব্যাহত থাকবে। আজ আকাশ রৌদ্রোজ্জ্বল থেকে আংশিক মেঘলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।