ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় চোরাই চিনি বোঝাই ১২ ট্রাকসহ আটক ২৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
পাবনায় চোরাই চিনি বোঝাই ১২ ট্রাকসহ আটক ২৩

পাবনা: পাবনায় আমিনপুর থানাধীন কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই চিনি বোঝাই ১২টি ট্রাক জব্দ করেছে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।  

এসময় ২৩-২৪ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা চিনি বহনকারী ট্রাকগুলোর চালক ও হেলপার।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যার দিকে পাবনা কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ঢুকে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট রুটে ফেরি পার হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে আগে থেকেই কাজিরহাট ফেরিঘাট এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। ফেরি পার হয়ে কাজিরহাটে এলে ট্রাকগুলো জব্দ করা হয়। জব্দকৃত ট্রাকগুলোতে অন্তত আড়াই শতাধিক মেট্রিকটন চিনি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

তিনি আরও জানান, এসময় ট্রাক বা চিনির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি চালকরা। এ ঘটনায় ২৩-২৪ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হচ্ছে। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।