ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
মেহেরপুরে বিভিন্ন মামলার ৬ আসামি গ্রেপ্তার প্রতীকী ছবি

মেহেরপুর: মেহেরপুর জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ছয় আসামি গ্রেপ্তারকে করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত থেকে মঙ্গলবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের একাধিক টিম।

গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় তিন, চুরির মামলায় এক ও আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি দুজন রয়েছেন।  

মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) আব্দুল করিম জানান, গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।