ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ছুটিতে বাড়ি গিয়ে ‘হিট স্ট্রোকে’ কনস্টেবলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
ছুটিতে বাড়ি গিয়ে ‘হিট স্ট্রোকে’ কনস্টেবলের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে ছুটিতে বাড়ি গিয়ে ‘হিট স্ট্রোকে’ মোহাম্মদ শাহ-আলম (৫০) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

তিনি পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন।

গত শনিবার তিনি ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে এসেছিলেন।

সোমবার (২২ এপ্রিল) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি ‘হিট স্ট্রোক’ করেছিলেন বলে পরিবারকে নিশ্চিত করেছেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক। পরিবারের সদস্যরা এ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন৷ 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, শাহ-আলম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে রেফার করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।