ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
বনানীতে যাত্রীবাহী বাসে আগুন ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনানীতে যাত্রীবাহী একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বাসে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।  

তিনি জানান, আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২ মিনিটে বনানীতে যাত্রীবাহী বাসে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসে ৪ টা ৩৭ মিনিটে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এবং হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই ডিউটি অফিসার।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।