ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মে ২, ২০২৪
আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

খাগড়াছড়ি: মাটিরাঙ্গা উপজেলায় তীব্র তাপদাহের পর বৃষ্টি ঝরেছিল। এতে মানুষ বেশ স্বস্তি উপভোগ করে।

কিন্তু বৃষ্টির মধ্যে বেদনার করুণ সুর বেজে ওঠে বড়নাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম পাড়ার বাসিন্দা ইউসুফ মিয়ার ঘরে। কারণ, বৃষ্টির মধ্যে বজ্রপাতে তার ছেলে ইয়াছিন আরাফাত নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকালের দিকে ঘটনাটি ঘটে। নিহত আরাফাত একটি স্কুলের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, সকালের দিকে বড়নাল ইউনিয়নের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এ সময় প্রচণ্ড বাতাস বইছিল। বৃষ্টি নামার পর নিজেদের ঘরের উঠানের পাশে কাঁচা আম কুড়াতে যায় ইয়াছিন আরাফাত ও তার ছোট ভাই। এ সময় বজ্রপাত হয়। এ থেকে আরাফাতের ছোট ভাই রক্ষা পেলেও সে ঘটনাস্থলেই নিহত হয়।

বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ এসব তথ্য নিশ্চিত করেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডেজী চক্রবর্তী বলেন, সকালে বজ্রাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে প্রশাসনিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ২, ২০২৪
এডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।