ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ৩, ২০২৪
সিলেটে ছুরিকাঘাতে কিশোর খুন

সিলেট: জেলায় ছুরিকাঘাতে মোহাম্মদ আলী (১৭) নামে এক কিশোরকে খুন করা হয়েছে।

শুক্রবার (০৩ মে) বিকেলে নগরের চালিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার নুর আলী ও সবিনা বেগম দম্পতির ছেলে। তারা স্বপরিবারে নগরের ছড়ারপাড় রাহাত মিয়ার কলোনীতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় ওই কিশোরকে ঘেরাও করে ছুরিকাঘাতের পরে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি মডেল থানার সুবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ (এসআই) শামীম উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সবজি বিক্রেতা এক কিশোর খুন হয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই তরুণ বেকার ছিলেন। মাঝেমধ্যে সবজি বিক্রি করতেন। কি কারণে হত্যা করা হয়েছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ০৩, ২০২৪
এনইউ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।