ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মে ৯, ২০২৪
খিলগাঁওয়ে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাওয়ের বাসা থেকে বনি ইয়াসমিন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ মে) সকাল ৯টার দিকে খিলগাও সি ব্লকের আনসার হেডকোয়ার্টারের সামনের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিহাব বাহাদুর জানান, সকালে খবর পেয়ে ওই বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে ড্রয়িং রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।

তিনি আরও জানান, নিহত বনি ইয়াসমিন মাগুরা সরকারি কলেজে অর্থনীতি বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ফরিঘরিয়া গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। গত ২০ দিন আগে খিলগাওয়ে বোন মিরুন্নাহর ও দুলাভাই মো. রফিকুল ইসলমের বাসায় বেড়াতে আসেন তিনি। গত রাত ১টা থেকে সকাল ৭টার মধ্যে যেকোনো সময় গলায় ফাঁস দেন ওই শিক্ষার্থী। তবে তিনি কেন এমনটি করেছেন তা পরিবারের কেউ জানাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, মে ০৯, ২০২৪
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।