পাবনা (ঈশ্বরদী): ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' স্লোগানকে সামনে রেখে চলতি মৌসুমে পাবনার ঈশ্বরদী উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা খাদ্য অধিদফতরের আয়োজনে চাল ও গম সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়।
ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গালিবুর রহমান শরীফ।
ঈশ্বরদী উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ঈশ্বরদী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মুতমাইন্না, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহিনুর আলম, খাদ্য গুদামের সংগ্রহ ও চলাচল কর্মকর্তা মাহফুজ আল আসাদ, মুলাডুলি সিএসডির ম্যানেজার আব্দুল হান্নান, চাল কল মালিক সমিতির সভাপতি জুলমত হায়দার, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ চাল কল মালিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরদী ও মুলাডুলি খাদ্যগুদামে ১৬ হাজার ৫৩৯ মেট্রিক টন চাল, ২৭৯ মেট্রিক টন ধান, ৩৬৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রায় ধান প্রতি কেজি ৩২ টাকা, চাল প্রতি কেজি ৪৫ টাকা গম প্রতি কেজি ৩৪ টাকা দর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
ধান, চাল ও গম সংগ্রহ ক্রয় কমিটির সভাপতি ও উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বাংলানিউজকে জানান, চলতি মৌসুমে ১৬২ জন মিল মালিকদের কাছ থেকে ধান চাল ও গম সংগ্রহ করা হবে। কৃষক ও মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকরা যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, মে ১৪, ২০২৪
আরএ